।।সবাই সবার সামনে পিছনে।।


পিছনটা চলে আসছে সামনে
সামনেটা চলে যাচ্ছে পিছনে
পিছন সামনে, সামনে পিছনে
একসাথে আগে যাচ্ছে দুজনে।


পিছনে যে আজ, কাল সে সামনে
এই নিয়মটা, আছেই জীবনে
সামনে-পিছনে, সময়ের মানে
তুমিও সামনে, আমিও সামনে।


তুমি আর আমি, একই উদ্যানে
অবারিত বায়ু, সামনে পিছনে
আমরা সবাই, কোনো এক স্থানে
সবাই সবার, সামনে পিছনে।


'সামনে-পিছনে', এর কি যে মানে!
এখন সামনে, তখন পিছনে
'সামনে-পিছনে', কলহের তানে
গুলিয়ে যাচ্ছে, জীবনের মানে।


ভাবতে ভাবতে, সামনে-পিছনে
কত যে সময়, যায় অকারণে!
সময়ের তাৎপর্য কি বনে!
সংবিত, কেন থাকেনা পরানে!


বুঝেও বুঝিনা, সামনে-পিছনে
গুরুত্ব দিই, প্রায় প্রতিদিনে
সামনে-পিছনে, শুধুই যে টানে
এর থেকে নেই, মুক্তি জীবনে।


সুবীর সেনগুপ্ত