//সবার সুযোগে কথা//


তুমি শুধু বলবে, আর কেউ বলবে না
তুমি কি রাজার রাজা! তা তো নয় ঘটনা|


সুযোগ দিতেই হবে অন্যকে বলতে
এ কথা না মানলে, থাকো নিস্তব্দে|


আমরা সবাই প্রজা, এই কথা জানো না!
এই যুগে রাজা নেই, প্রজাদের আনাগোনা|


স্বাধীন দেশের মাটি, মানুষ সব স্বাধীন
সম সম অধিকারে, সকলে বাজাবে বীণ|


সকলে করবে কাজ, সকলে বলবে কথা
গালি দিয়ে কেন কেউ, বাড়াবেই মাথাব্যথা!


কথা বহু জায়গায়, বাড়ীতে ও বাজারে
হতে পারে অফিসে, স্টেশনের চত্বরে|


সভা ডেকে কথা হয়, হয় জনতার ভীড়ে
একসাথে কথা নয়, হলে ধ্বনি যাবে উড়ে|


বন্ধুরা একসাথে, রকে কথা অযথা
অযথা হলেও নেই, কোত্থাও কোনো বাধা|


ঠিকঠাক বুঝলেই, কথা হবে পরিমিত
পরিমিত কথা থেকে কেউ নয় বঞ্চিত|


আগে থেকে ঠিক করা, কে কখন বলবে
ঘুরে ফিরে সকলেই, বলার সুযোগ পাবে|


চার দেওয়ালের মাঝে, কথা কী হয় ভাষণ!
মাঠে ঘাটে হয়ে থাকে, ভাষণের বন্টন|

প্রেম-কথা হয়না, অনেক মানুষ মিলে
দুই মানুষের কথা, শুধু দুজনের পালে|


মা ও শিশুর কথা, দৈব বাণীর মতো
না বুঝলে না বোঝো, হোক কথা অবিরত|


অনেক কথাই লাগে, দরাদরি করতে
দরাদরি সে করেনা, যে না চায় বলতে|


টেলিফোনে কথা ছিল, অতি দুর্মূল্য
আজ টেলিফোনে কথা, জল-ভাত তুল্য|


বিনয়ের সাথে কথা, সকলের অধিকার
বিনয়ের কথাগুলো, সদ্ভাবে দরকার|


বিষয় আমার নয়, তাও বলে ফেলি কথা
বলা কথা দামী হলে, অনুরোধে আরো বলি|


দুজনের ঝগড়াতে কথা বুঝে বলা যায়
একসাথে অনেকের, কলহে জটই হয়|


বিচারক বললেই, উকিলরা কথা বলে
রায় দেওয়ার সময়, শুধু নীরবতা ঢলে|


সবাই মেনেছে আজ, দেশে প্রজাতন্ত্র
তাই কথা বলাতেও সবাই স্বতন্ত্র|


সুবীর সেনগুপ্ত