'সবচেয়ে ভালো' শব্দ দুটোই
বেশ তো লাগেই শুনতে
সকলেই বলে যখন তখন
হয় না শব্দ গুনতে।


জিনিস যা হোক, সব্বার চাই
সবচেয়ে ভালো যেটা
পাই বা না পাই, 'সবচেয়ে ভালো'
নিয়ে নিই যেটা সেটা।


সবচেয়ে ভালো সব কিছুতেই
হতেও তো পারে কাজে
মাপার উপায় হলেও ভিন্ন
তাতে কিছু আসে না যে।


সবচেয়ে ভালো লেখাপড়ায়
তাঁরা বিদ্বান জগতে
সবচেয়ে ভালো না হলেও হয়
বিদ্বান, ভরা জ্ঞানেতে।


সবচেয়ে ভালো কথা বলা চাই
মুগ্ধ করতে মন
সবচেয়ে সুন্দর হলেই তো
বাড়বে আকর্ষণ।


পোশাক আশাক আর সামগ্রী
সবচেয়ে ভালো চাই
সবচেয়ে ভালো নাও যদি হয়
যুক্তিতে সেটা পাই।


সবার বন্ধু সবচেয়ে ভালো
ভাবলেই লাগে মজা
সব কিছু এরকম হলেই তো
'সবচেয়ে ভালো' রাজা।


সবচেয়ে ভালো সব দিন চাই
কেন চাই! তা কি জানি!
না বললেও, সুপ্ত মনেতে
'সবচেয়ে ভালো' আনি।


আসলে কী জানো, যেটা হাতে এল
সেটা সবচেয়ে ভালো
এটাই সত্য, ভেবে দেখলেই
আর খুঁজবে না ভালো।


আলাদা করে তো ভালো কিছু নেই
কারণ সব যে ভালো
ভালো পেতে চাও, মনটাতে জ্বালো
অনেক অনেক আলো।