সবিতা লিখেছে, একটা কবিতা
যার নেই কোনো, মুন্ডু ও মাথা
মিলিয়েছে গাছ, মাছের সঙ্গে
ভরেছে কবিতা, রঙ্গে রঙ্গে|


কবিতা লিখেছে, লেখেনি তো চিঠি
লেখেনি তো কিছু, গড়তেও প্রীতি
মনে যা এসেছে, তাই তো লিখেছে
কথা জুড়ে জুড়ে, কবিতা হয়েছে|


কেন যে লেখেই, কবিতা এমন!
বুঝতে পারে না, আমার এ মন
কবিতা কি, বোঝাবুঝির জন্য!
কবিতাকে বুঝে, হব কি গণ্য!


কবিতা লেখার, কারণ থাকে না
যে পারে লিখতে, এ কাজ ছাড়ে না
কোন কবিতার, ভাগ্য কি হবে!
লেখে নাকি কেউ সেই কথা ভেবে!


ভাবনাটা ছিল, আগে নিরাকার
কবিতাই দিলো, সেটাকে আকার
কিছু কবি হল, পরে বিখ্যাত
বাকী হয়ে গেল, আঁধারেই নত|


আজগুবী, কবিতাও হয়ে যায়
লিখেছেন কবি, সুকুমার রায়
সেগুলো তো সব, মুখে মুখে ঘোরে
আজগুবী, তবু মানেও তো ধরে|


সবিতার এই, কবিতাও তাই
বারবার পড়ে, কিছু বুঝে যাই
জানতেও পারি, কবিতার মানে
সবিতাও আসে, কখনো এ মনে|


সবিতার কবিতা