সবখানে আনন্দ কেন নয়!


যতই যাচ্ছি দূরে
ততই আসছি কাছে
কেমন করে যে এটা হয়ে যায়!
এটা তো হতেই হবে
ভাবলেই বোঝা যাবে
দুরূহ গণিত, কেন ভাবা হয়!


রাত থেকে দূরে গেলে
দিন এসে যাবে কাছে
এ তো সকলেরই বোধগম্য...
আজ যেটা আছে কাছে
কাল দূরে গিয়ে নাচে
জীবন কি মানেনা এই ধর্ম!


কাছে আছে যা তোমার
কাছে কি নেই আমার!
হেঁয়ালিতে ভরা এই জিজ্ঞাসা...
গুনলে, গোনাই যায়
সংখ্যা অনন্ত নয়
হেঁয়ালি করবে দূর নিরাশা।


আকাশ দূরেই আছে
দূরেই আকাশ যাঁচে
সকলেই এই জ্ঞানে জ্ঞানী...
দেখার হলেই দেখি
কখনো কি কাছে ডাকি!
আবদারে ডাকি, হয়ে অভিমানী।


ইচ্ছাতে দূরে গেলে
নিকট ওঠে না দুলে
সে সময় হয় নাকি আনন্দময়!
দূরে গিয়ে কাছে পাই
যা করিনি চিন্তাই
সবখানে আনন্দ কেন নয়!


যেতে চাও, যাও দূরে
যাবে কি বিশ্ব ছেড়ে!
ভুবনের পরিধিতে থাকবে...
সেখানেও কেউ কাছে
নব রূপে নব সাজে
দূর ও নিকটে, ভেদ হারাবে।


সুবীর সেনগুপ্ত