//সবকিছু ভাঙে, অস্বীকার্য হয়না//


প্রথমে ভাঙব, তারপরে আমি গড়ব
আগে না গড়লে, কী যে আমি ভাঙব!
আমি কি ভাঙব শুধুই আমার সৃষ্টি!
তা যে নয়, এ তো নিশ্চিত করে বলব।


অনেক কিছুই কখনো হয়না ভাঙতে
নিজে নিজে ভাঙে, এবং তাও অজান্তে
কখনো আবার আড়ালেই গড়ে ওঠে
প্রকৃতি মালিক, প্রশ্ন হয়না অন্তে।


প্রকৃতি ভাঙছে, তেমনই মানুষ ভাঙছে
দুই এর মধ্যে তুলনা করাই যায় না
প্রকৃতি গঠন করে নির্বাকভাবে
সরবে ভাঙাই মানুষের কামনা।


বাড়ী ভেঙে ভেঙে নতুন বাড়ী গঠন
যা হয়েছিল একদিন মনোনয়ন
আবার অর্থ-সময়ের অপচয়
নিশ্চিতরূপে অপব্যয় করা ধন।


আমার ভাবনা যে পথেই চলে যাক
সেই পথ ধরে কেউ কেন ভাববে!
স্বতন্ত্রতায় থাকে সকলের মন
স্বশাসিত মন নিজ পছন্দে চলবে।


আছে কিছু, যেটা কক্ষনো ভাঙে না!
কিংবা মানুষ করে ভাঙনের প্রতিরোধ!
আমার দৃষ্টি পায়না কিছুই সেরকম
সব কিছু ভাঙে, অস্বীকার্য হয় না।


অদৃশ্য বস্তু, তাও ভেঙে যায় ধরণীতে
কি সেই বস্তু! হতে পারে অনুসন্ধান
রাগ ভেঙে যায় সময়ের সাথে সাথে
ক্রোধ ভেঙে আসে হৃদয়ে নব স্বপন।


ভাঙে আসক্তি, ভাঙে আবেগের বন্ধন
সকলেই ভাঙি মনে গড়ে ওঠা চিন্তন
অপ্রত্যাশিত বাধাগুলো ভাঙতে হয়
বিরূদ্ধ মেরুতে তাই কী আকর্ষণ!


কথা ভেঙে ভেঙে হয়ে যায় খানখান
কথার খেলাপ তারই তো প্রমাণ
এই ভাঙন কী সব ভাঙনের উর্দ্ধে!
এই প্রশ্নের আছে নাকি সমাধান!


মন ভেঙে গেলে আমরা সবাই ত্রস্ত্য
জোড়া দিতে হবে, সে কাজেই থাকি ব্যস্ত
বুঝে যাই এই ভাঙন কত ভয়ানক
মনের ভাঙনে সকলে বিপর্যস্ত।


প্রথমে কোনটা, সে কী গড়া নাকি ভাঙা!
জল আছে তাই খুঁজে পাই এক ডাঙা
কিন্তু প্রথম খুঁজে পাওয়া যাবেনা
খুঁজে পেয়ে যাবে সেই পাখী মাছরাঙা।


সুবীর সেনগুপ্ত