কোথায় থাকব!
আমি তো জানিনা...
কেন যে থাকব
তাও তো জানিনা...
থাকব তো আমি
জেনেও জানিনা...
তাই তো ছেড়েছি
থাকার বাহানা।


থাকতে তো হবে
এক জায়গায়...
এখনো তো আছি
ছাদের তলায়...
হয়ত ছাদটা
তত ভালো নয়...
তবুও তো আমি
খুশীর ঝরায়...
থাকথাকি নিয়ে
কেন মন ধায়!


ছাদ না পেয়েও
কেউ কেউ থাকে...
তারা কম নয়
ধরণীর বুকে...
কখনো এ পথে
ও পথের বাঁকে...
আকাশটা ছাদ
তাই মাথা ঢাকে...
তাদের বাঁচাও
তাগিদের পাঁকে।


সকলেই থাকে
নিয়ে এক ছাদ...
ধনীদের থাকা
বিলাসের খাদ...
যারা বঞ্চিত
থাকা থেকে বাদ...
থাকারই মধ্যে
খুশী ও বিষাদ...
কে কোথায় থাকে
সবই তো বরাত।