সকল প্রাণ এর সম অধিকার।
।।সুবীর সেনগুপ্ত।।


সব প্রাণীদের, সংখ্যা কমেছে
বেড়েই চলেছে, কেবল মানুষ
এমন হবে কি কোনো একদিন!
লয় হয়ে যাবে, সব অমানুষ।


অনেক প্রাণীর, শুধু ছবি আছে
তাদের খুঁজলে, নিরাশাই জাগে
তারা যে লুপ্ত, কারণ মানুষ
পুরো দোষটাই, মানুষের ভাগে।


সবাই তো প্রাণী, কেন ভেদাভেদ!
তুলনাতে কেন বুদ্ধি বিচার!
যে যেমন হয়ে, আসে পৃথিবীতে
তেমন বাঁচাই, তার অধিকার।


দেখাতে কি পারো, একটিও প্রাণী!
লুপ্ত হতেই, সে কেবল চায়!
হয়রান হবে, খুঁজতে খুঁজতে
কাউকে পাবে না, রম্য ধরায়।


শুধু মানুষের, ভাবনা উল্টো
'আগে ক্ষতি করে,পরে ভালো করো'
এর কারণ কি, মনে জমা রোষ
ভুল কি বলছি! প্রমাণ তো করো!


গাছ কেটে কেটে, ক্ষতি কি করিনি!
উধাও হয়েছে, শত শত বন
নিজের ক্ষতিতে, নড়েছে টনক
গাছ লাগাবার, এসেছে প্লাবন।


এমন নজির, আছে ভুরি ভুরি
লিখতে লিখতে, ভরে যাবে পাতা
উল্টো ভাবনা, কবে শেষ হবে!
ভেবে ভেবে, খালি হয় মাথাব্যথা।


প্রাণ খেলা করে, উষসী ভুবনে
জলে আর স্থলে, অন্তরীক্ষে
সকলে খেলবে, সম অধিকারে
কেউ কেন যাবে, কারো বিপক্ষে!


মানুষ কিছুটা, বুঝেছে এখন
এক প্রাণ, একা বাঁচতে পারে না
সম অবদান, সকল প্রাণের
এই উপলব্ধি, বিফল হবে না।