সকলের আসা, সকলের যাওয়া
একই ঘটনার পুনরাবৃত্তি
সকলের চাওয়া, একই সুরে গাওয়া
সকলেই খোঁজে, এতেই তৃপ্তি।


সকলেই বলে, প্রায় একই কথা
কিন্তু তা বলে ভিন্ন সময়ে
সকলের বলা বাক্যই কথা
থাকে না সমান অর্থ জড়িয়ে।


সকলে চাইছে, জিনিস সবএক
পেয়েও যাচ্ছে, সকলেই কিছু
সকলের মন কিছুতে ভরে না
'কিছু'র স্থান যে ভাবনায় নীচু।


সকলের বাড়ী, একই রূপে গড়া
দরজা জানালা, মেঝে আর ছাদ
সকলেই ভাবে, খুব নিরাপদ
চার দেয়ালের মাঝেই বরাত।


সকলেই বলে 'সব তো জানিনা'
মতামত দেয়, সব কিছুতেই
সকলের মতামত নিয়েইতো
হয় সব কাজ, দেশ বিদেশেই।


সামনে যে কথা, সকলেই শোনে
মনের মধ্যে, সব তো ঢোকেনা
সকলের মনে ঢোকে সেই কথা
যে কথায় আছে স্বার্থের দানা।


সকলের আছে আঁখিতে দৃষ্টি
দৃষ্টিতে আছে আশা ও কামনা
সকলের আশা অপূর্ণ থাকে
কামনায় শুধু নিরাশার তানা।


'সকলের মনে কুটিলতা আছে'
এটা কিছুতেই বলা তো যাবে না
সকলের মন জানা যেত যদি
এত সংকট, জীবনে হত না।