সক্ষম হওয়া, জীবনে অপরিহার্য


সক্ষম হলে, চাইবেই হতে বিক্রম
রাখবেই দূরে, যাঁরা তাঁর কাছে অক্ষম
তাঁর ক্ষমতায়, আনতে চাইবে কর্ম
সে তো জেনে গেছে, কর্মের কী যে মর্ম|


সক্ষম হওয়া, জীবনে অপরিহার্য
কীসে সক্ষম! কেউ কি করেছে ধার্য!
কর্মের সাথে যুক্ত হয়েছে 'সক্ষম'
যে কোনো কর্মে সক্ষমতাই উত্তম|


কর্মের ধারা, থামিয়ে দেখতে চেয়েছি
কী যে মুশকিল, থামিয়ে বুঝতে পেরেছি
থামালে পাই না, চলবার পথ খুঁজে
ডুবে যেতে হয় তক্ষুনি কোনো কাজে|


যত সক্ষম, ততই বৃদ্ধি পরাক্রম
নির্ভীক হয়ে, চলেও জীবন অবিরাম
যাতে সক্ষম, তাতে আসবে না ভ্রম
কাজে বাধাগুলো হবেও অতিক্রম|


সক্ষম মানে, কাজটাতে সাবলীল
সক্ষম তাই, শিকারেই পটু চিল
সক্ষমতাই এনে দেয় মান সম্ভ্রম
বেশী ভুল হলে, লোকও বলে অধম|


সক্ষম মাতা, সংসারে হাসি উজ্জ্বল
পিতা সক্ষম, ধনাগম হয় অবিরল
কোন প্রাণী কত সক্ষম বনে জঙ্গলে
তার উপরেই নির্ভর করে দিন চলে|


পলে পলে কাজ, তাতে যদি থাকে ভ্রম
জীবন হবেই দুর্বিষহ ও দুর্গম
অনায়াসে কাজ করা জীবনের লক্ষ
তীর ছোঁয়া যাবে, হলে কৃত কাজে দক্ষ|


সক্ষমতা ও দক্ষ শব্দ এক দলে
জল না থাকলে, আনন্দ নেই দামী নলে
সক্ষম হতে, আছে শিক্ষার প্রয়োজন
তারপরে নিতে হবেই প্রশিক্ষণ|


কেউই হয় না সব কাজে সক্ষম
তাই ভাগে ভাগে কাজ পেয়ে যায় দম
সক্ষমতায় জীবন হয় অনুপম
কি কেউ চাইবে পুলক, জীবনে কম!


সুবীর সেনগুপ্ত