//সমান সমান চাওয়াই ভুল//


সমান সমান সব কিছু হবে
আরে দূর বোকা, এটাতো হয় না
সমান সমান সব কিছু হলে
কিছুতেই কোনো মানে যে থাকে না।


সমান সমান ভাবনা কি ঠিক!
একেবারে ভুল, হতেই পারে না
তা হলে কী ভাবে এটা ভাবা যায়!
ভাবনাতে ঠিক রূপও গড়ে নে।


সমান সমান ভাগেই আকাশ
আকাশের কূল-কিনারা হয় না
'সমান সমান' নিয়ে কত লেখা
অনেক পড়েও সমস্যা যায় না।


কত গাছে ফুল, কত গাছে নেই
এটা অসমান কেউ তো বলে না!
শুধু এক গ্রহে প্রাণ স্পন্দন
এও তো সমান সমানে আসে না।


রেল লাইনের মধ্যে যে মাপ
সমান সমান না হলে চলে না
এমন নজির আছে বহু বহু
বললেও শেষ কখনো হবে না।


সমান-সমান নজির দেখিয়ে
পাইনি তো আমি লেখার বায়না
সমান সমান মানুষের মন
নিয়েই গড়েছে আমার ভাবনা।


সবাই মানুষ, সবাই কি এক!
ভিন্ন হয়েই নয় কি সূচনা!
তাও কেন আশা সমান সমান
কিছুতেই বোধগম্য হয় না।


গালাগালি নয় সমান সমান
কারো গালাগালি শীর্ষ সমান
আর কারো গালি শুনে মনে হয়
দুর্বলতার প্রতীক এর মান।


সমান সমান না হলেও চলে
কারো উন্নতি রোখা তো যায় না
সবাই করুক প্রগতি অঢেল
দুর্গতি যেন ভুগতে হয় না।


দুটো দল হলে সমান সমান
খেলার মজাও সমান সমান
যদি হয় প্রায় সমান সমান
জয় পরাজয়ে পরিণতি মান।


সমান সমান জীবনের ধারা
সাম্যবাদের সাথে আছে জোড়া
এই কথা শুধু লেখাতেই সাজে
বাস্তবে ভুল হয়েছে প্রমাণ।


সুবীর সেনগুপ্ত