'সমস্যা' বিনা পয়সার।
।।সুবীর সেনগুপ্ত।।


'সমস্যা চাই', এ কথা শুনে কি
বলবে আমি পাগল!
তুমি বললেও, পাগল হবো না
থেকেও যাবো সচল।


একটু ভাবো না, কি আর চাইছি!
'সমস্যা' বিনাপয়সার
সকলেই দেবে, হাসি হাসি মুখে
অদ্ভুদ এই উপহার।


চেষ্টা তো করি, বোঝাতে তোমাকে
কেন সমস্যা চাই
চুপ করে থেকে, কেন যে শোনোনা!
এ নয় প্রলাপ, ভাই।


থাকলে না চুপ, বলেই ফেললে
সমস্যাই তো হরদম
পড়ে পদে এসে, জড়িয়ে ধরছে
তুমি কি ব্যতিক্রম!


আমি সাধারণ, তোমারই মতন
তবুও একটু ভিন্ন
পৃথক নজরে, অনুভবে ভেদ
ভিন্নর এটাই চিহ্ন।


প্রতি পদে কাজ, স্বীকার করছি
প্রতি কাজ কি সমস্যা!
তাই হলে, আমি কেন বলব না
প্রতিদিন অমাবস্যা!


ধরলাম কাজ, করলাম কাজ
হয়ে গেলো অনায়াসে
ধরার পরেই, ভেবে সমস্যা
হোঁচট খেলাম শেষে।


সেটাকেই আমি বলি সমস্যা
যার সমাধানে চেতনা
অন্বেষণের তরে জেদ ওঠে
তাই হয়ে যায় সাধনা।


বুদ্ধিকে যদি, না লাগাই কাজে
জীবনটা সাদামাটা
সমস্যা চাই, প্রহেলিকা চাই
রাখতেই দূরে ভাটা।