সময় ছোটেনি অতীতে কখনো
এখনো চলছে সম গতিতেই
ভবিষ্যতের কথা কে বা জানে
মনে হয় গতি স্থির থাকবেই|


সময় আসছে, এসে থাকছে না
চলে গিয়ে স্থান খালি হচ্ছে না
'সময়' দেখছি' কেউ বলবে না
দেখিনি, তবুও মাপছি, তাই না!


মানুষ গড়েছে সময় ধারণা
পুষ্টি করেছে ধারণার ডানা
কমই চলছে, চলছে, চলছে
যদি থিম যায়, কেউ জানবে না|


কেন যে সৃষ্টি গ্রহ তারকার
পৃথিবীটা কেন প্রাণের আধার
সময়ের মতো প্রাণ আসে যায়
স্থায়ী অস্থায়ী ভাবনায় সার|


কাজে সাফল্য, সময়টা ভালো
অসফল হলে খারাপ সময়
অকারণে কেন সময়কে দশ
সময় তো নিঃস্বার্থের দায়|


সময়ের নেই ঈর্ষা দম্ভ
করে না আসতে কভু বিলম্ব
বলা ঠিক নয় সময় খারাপ
শুধু তো সময় উচিত স্তম্ভ|


সময় অটল আর অনন্ত
কেউ তো দ্যাখেনি হতে অশান্ত
এমন স্বজন কেউ কি হবেই
সময় সবার চির বসন্ত|