এখনো সময় আসে, চলে যায়
ঘড়ি ধরে ছোটাছুটি বন্ধ...
হাতে ঘড়ি শোভা পায়, দেখার খেয়াল নাই
তপনের আনাগোনা চলে বাধাহীন
অতীতেই হারিয়েছে দ্বন্দ্ব|


সময়কে বাঁচানোর আজ নেই প্রশ্ন
সময়ের গুরুত্ব হয়ে গেছে হ্রাস...
সময় এগিয়ে যায়, আকাশ আভাস দেয়
কমে গেছে এই মনে আলোড়ন
এখনো প্রকৃতি সেই নিয়মের দাস|


সময় সইতে হবে, সয়েছি
শৈশব, কৈশোর, যৌবন পার...
সলতে পুড়ে পুড়ে নিস্তেজ দীপ
মনটাকে রেখেছি সতেজ
বুঝব যে প্রস্থানে সময়ের ধার|


সময় ও প্রকৃতি কি চির সাথী!
পরস্পরকে তারা জানে কি!...
প্রকৃতি কি থেকে যাবে সময়ের সাথে!
এসব ভাবনা আজ মনের খোরাক
প্রাণান্তে এত সব ভাবনা হবে কি!


সময় আসবে যাবে আমার অভাবে
সময় হবে না কভু স্তব্ধ...
তুমি নেই, আমি নেই, যদি না থাকেও কেউ
সময় অন্তহীন মহাকাল
কে পারবে করতে সময়কে জব্দ!


সময় অন্তহীন মহাকাল