সময় তো শুধু মিত্রই নয়
অভিবাভকেরও করে কাজ
মাঝে মাঝে করে নির্দেশ জারী
ভুল করলেই পরিহাস|


সময় তোলে না শঙ্খ নিনাদ
নীরবেই সব সহে যায়
নিশ্চিত করে জানায় আমাকে
সহন তো নয় পরাজয়|


সময় মানে না ঝঞ্ঝা প্লাবন
মানে না তো কোনো অনুরোধ
কাউকে করে না তোষামদ কভু
করেনাও কোনো প্রতিরোধ|


দৃষ্টিতে রেখে সামনের দিকে
সময় অবাধে চলে যায়
গঠন করেছে যত ইতিহাস
যার বেশীটাই নীদ্রায়|


তুলনারহিত হয়ে বিচরণ
যায় না তো করা পরিমাপ
যদিও ঘড়িতে বাঁধতে চেয়েছি
অতীত জুড়েই তার ছাপ|


সময়ের শুরু কারো জানা নেই
না কেউ বলবে কবে শেষ
মানলে মিত্র, দেবে না সময়
তোমাকে আমাকে কোনো ক্লেশ|


যা কিছু ঘটছে সব কিছুতেই
সময়ের আছে এক স্থান
সেই স্থানটাকে দিলে সন্মান
ঘটনাতে জুড়ে যাবে মান|


অসময়ে আছে যে সময়টা
মানের যোগ্য সেটা নয়
কাজের সময় হলে অবহেলা
দুঃখের দিন এসে যায়|


সময় শত্রু হতেই পারে না
ধারণা করাও ভুল
শীর্ষ মানের আসনে বসালে
জীবন হবেই অনুকূল|