//সময়ে সময়ে কেন পাল্টায় মত/?


রাত্রে যেটাকে ঠিক মনে হলো
সকালে বদলে গেল সে ধারণা
কী করে এমন হলো কে বা জানে!
কেউ জানলেও, আমার অজানা।


সম ভাবনায় আছি কি সবাই!
কেউ কি করবে এ নিয়ে তর্ক
ভাবনা কি সব সম পরিমান!
এতে উঠবেই বেশ বিতর্ক।


সময়ে সময়ে পাল্টায় মত
কী ভাবে যে আমি যাবই এগিয়ে!
পাল্টায় কেন! কারণটা কি!
জানতে পারিনি এই মন নিয়ে।


কী পদার্থ আমাদের মন!
মনটাই ভাব পাল্টিয়ে দেয়
এ-পথে সে-পথে ঘুরিয়ে ফিরিয়ে
বিভিন্ন যত দ্বিধা এনে দেয়।


আমার যেমন বদলায় মত
এই বদল কি সবার জন্য!
সেটাই সত্য, তাই নেই ভয়
পাল্টানো মতে ভরা অরণ্য।


পাল্টানো মত জীবনের রথ
এই রথে চড়ে চলছি সবাই
খুশী মতো মত পাল্টে চলেছি
শেষে এক মতে এক হয়ে যাই।


সুবীর সেনগুপ্ত