সময় পালিয়ে যায়
সময় না দিয়ে
সময় আসেও কাছে
তাও না জানিয়ে।


ধরা তো যাবে না তাকে
কোনো ক্ষেত্রেই
সময় আসবে, যাবে
সন্দেহ নেই।


সময়কে ধরা নয়
দিতে হবে সাথ
সময়কে পাশে পেতে
লাগে না বরাত।


সকলেই পেয়ে যায়
যে যেখানে থাকে
সকলে সমান পায়
পায় চাকে চাকে।


সময় কি নামিদামী
নাকি এলেবেলে
যে যত মূল্য দেবে
সেটাই আসলে।


সময়ের থেকে দামী
কিছুই তো নেই
সময় যে অকৃপণ
আসতে থাকেই।


বিরামবিহীন এই
সময়ের চলা
নিঃশ্চুপে আসা যাওয়া
হয় না অবলা।


প্রকৃতির কোনও রোষ
পারেনা থামাতে
অধীনও নয় সময়
চলে নিজমতে।


সময়ের আচরণ
নয় খুশী করা
সময়ের বিচরণ
সমতায় ভরা।


তাই কি সময় হল
চির অম্লান
এই চির সত্যকে
এসো, দিই মান।