//সময়ের মতো ধ্রুবক কি আছে!//


রাত্রিটা হয়ে যাবেই দীর্ঘ
ঘুম না এলেই সে রাতে
সময় দীর্ঘ যখন তখন
কাজ না থাকলে হাতে।


সময় শুধুই হয় না দীর্ঘ
ছোট হয়ে যায় কখনো
ঘুম দায়ী নয় এটার জন্য
বেশী কাজ দায়ী, জেনো।


কী করে যে হয় সময় দীর্ঘ!
মিনিট বদলে যায় না
মিনিট দিয়েই তৈরী ঘন্টা
সময় বদলে যায় না।


সময় দীর্ঘ কিংবা হ্রস্ব
বাস্তবে তা তো হয় না
এ তো বিমূর্ত চিন্তার মতো
তোমার আমার ধারনা।


সময়ের মতো ধ্রুবক কি আছে!
কোনো কিছু নেই ধরাতে
সময় সময়ে তেমনিই থাকে
তোমার আমার বেলাতে।


সুবীর সেনগুপ্ত