//সন্ধান//


সকলে করবে কিছু সন্ধান
সফল হওয়ার প্রশ্নটা পরে
আগে সন্ধান, তারপরে পাওয়া
সন্ধান নেই, না পাওয়ার ঘরে।


সন্ধান মানে, কোনো কিছু খোঁজা
এই খোঁজা নয় হারানোর পরে
হারিয়ে পাইনি, পাওয়ার জন্য
সন্ধানে যেতে হয় বারেবারে।


'নতূন যা চাই, সামনেই আছে'
আসতেই পারে এমন ভাবনা
সামনে যা কিছু পেতে যে পারিনা
সেই কারণেই সন্ধান আনা।


বাড়ীর জিনিস চোখের সামনে
সেইগুলো আমি পেতেই তো পারি
পূর্বে পেয়েছি, তাই তো সামনে
এটা কি ভেবেছি! বলছি যে ভারি।


যেটা নেই, তার সন্ধান করা
তা যে গবেষণা, বেশ ভালো জানা
বৈজ্ঞানিকরা করে এই কাজ
সাধারণ যারা, এই কাজে যায় না।


সন্ধান করে আনি চাল ডাল
টাটকা মাছেরও সন্ধান করি
সন্ধান করি, সস্তা কোথায়
সন্ধান করে তবে ঘর ভরি।


চাকরিও খুঁজি, সেও সন্ধান
বেশী মাইনের সন্ধানে যাই
অবদানগুলো দেখিয়ে দেখিয়ে
অভিলাষ মতো তাও পেয়ে যাই।


সন্ধান করি কোথায় প্রেমিক
করে থাকি প্রেমিকার সন্ধান
ভালবাসা থাকে মনে সন্ধানে
পেয়েও পাই না এর সন্ধান।


সন্ধান হয় অন্য গ্রহের
যেখানে প্রাণ এর আছে স্পন্দন
সন্ধান বৃথা হয়েই গড়ায়
তাও এই কাজ চলে অনুক্ষণ।


সন্ধান করে পেশাদার লোক
কথাটা সত্য সব পেশাতেই
ভালো পেতে চাই বেশী সন্ধান
সমাজ চলছে এই নিয়মেই।


সন্ধান কিছু কম করা যায়
পুরোপুরি বাদ সম্ভবই নয়
বাঁচতেই হবে সন্ধান নিয়ে
ক্ষতি নেই কিছু, করলেই হয়।


সুবীর সেনগুপ্ত