//সন্ধানী চোখ//


সন্ধানী চোখ বন্ধনী গড়ে
করতে চাইল বন্দী
শিকার নির্বিকারেই থাকল
অসফল হলো ফন্দী।


সন্ধানী চোখ সব মানুষের
নয় কি সকল প্রাণীর!
অন্য প্রাণীর সন্ধানী চোখ
আহার ঘিরেই তীর।


লাভ দিয়ে এই মন ঢাকা, তাই
সন্ধানী চোখ ঘোরে
কী আর বলার আছেই বিশেষ
এই ছবি সংসারে।


অনেক অনেক সন্ধানী চোখ
জ্ঞানের অন্বেষণে
তাঁরা করে সন্ধান বারবার
কাঙ্খিত মন ধরে।


গবেষণা, সাথে অনুসন্ধান
মানুষের অধিকার
কতিপয় লোক এ কাজে নিয়োগ
পেশাগত সন্মান।


চোখ থাকলেই হবে সন্ধানী
পুরুষ হোক বা নারী
বাকী যে অঙ্গ করে সহায়তা
সন্ধান থাকে জারি।


সদ্য জন্মে শিশুর যে চোখ
তার সন্ধানে আলো
মরণের পথে সন্ধানী চোখ
দ্যাখে কি শুধুই কালো!


সন্ধানী চোখে হোক সন্ধান
যত কিছু সব সুন্দর
লোভ হিংসার কেন সন্ধান!
হলেই জীবন নড়বড়।


সন্ধানী চোখ খুঁজে চলে সদা
পরিকল্পনা চায় না
সন্ধানী চোখ সাথে নিয়ে মন
সন্ধানে ছাড় দেয় না।


সুবীর সেনগুপ্ত