সন্ধ্যেটা একই ছিল
সেই আলো আবছায়া শব্দ
রাস্তায় ভীড় ছিল
যাতায়াত হয়েছিল জব্দ|


নিনাদ এতই ছিল
কথা সব হয়েছিল রব
ভাষা তো ছিলই না
ছিল দর কষাকষি অনুভব|


ভয় কিছু ছিল না তো]
ফেরিওয়ালা ডাকছিল সমানে
খুচরো পয়সা ছিল
গোণাগুণি হচ্ছিল যতনে|


আশা ভরা মুখ ছিল
দোকানের ঝলমল আলোতে
আরও ছিল কিছু মুখ
এই কোণে ওই কোণে হতাশাতে|


সন্ধ্যে সবার ছিল
রাঙা রঙ মেখে ছিল গুঞ্জন
বেচা-কেনা চলছিল
নিত্য যেমন চলে সাধারণ|


সন্ধ্যেটা আসে যায়
আমি খুঁজি কিছু পরিবর্তন
সন্ধ্যেটা অনুরূপ
হয় না তো পৃথকের দর্শন|