সংজ্ঞা কি আছে মৃত্যুর!


মৃত্যুকে কোনো সংজ্ঞায় ফেলা যায় না
ভীত মন নিয়ে, মৃত্যু সহজ হয় না।
মৃত্যুকে, সাথে নিয়েই চলছি সকলে
প্রকাশ হলেই, মৃত্যু স্বাধীন ভূতলে।
জন্মেই, পেয়ে যাই মৃত্যুর অধিকার
এই অধিকার, সমান সমান সব্বার।
মৃত্যুকে পাওয়া, অন্য পাওয়ার মতো নয়
কম-বেশী নিয়ে, এ পাওয়ায় নেই সংশয়।
জন্ম না হলে, নেই মৃত্যুর প্রশ্ন
জন্ম কি দোষী, প্রতি মৃত্যুর জন্য!
যতই না হয়ে যাক, এই মন সাহসী
বাকীদের মতো, সেও মৃত্যুর দাসী।
সকলেই জানি, মৃত্যু মানেই অন্ত
আর এই জ্ঞান, কখনো হয় না ভ্রান্ত।
মৃত্যুকে নিয়ে, জ্ঞানীদের আছে বহু মত
'মৃত্যু মানেই অন্ত', মানেনা কিছু মত।
প্রাণ গঠনের, পরিকল্পনা করা যায়
মৃত্যুর পরিকল্পনা, সে তো খুনেই হয়।
বিবিধ রূপেই, শক্তির স্থিতি জগতে
শক্তি রূপান্তরেই তো প্রাণ আলোতে।
আবার রূপান্তরেই, মৃত্যু সামনে
এই চক্রেই, প্রাণ ঘোরে এই ভূবনে।


সুবীর সেনগুপ্ত