ঘটনা ঘটছে প্রতি মুহূর্তে
সংবাদ হয়ে আসছে কাগজে
বাড়ীতে বাড়ীতে যে সব ঘটনা
সেগুলো সাজে না সংবাদ সাজে।


কোন ঘটনা যে হবে সংবাদ!
বলা মুশকিল, কোনটা হবে না
কিন্তু খবরে ভরবেই পাতা
সেগুলো সম্পাদকের ভাবনা।


সংবাদ কেন জানতে হবেই
জানতেও হবে প্রত্যেকদিন!
কোনো সংবাদ ভরায় না পেট
তা হলেও চেয়ে যাই প্রতিদিন।


ঘটনা না হলে, সংবাদ নেই
'কিছুই ঘটেনি' ভাবাই যায় না
ছোট ঘটনাও হয়ে যায় বড়
যদি সংবাদে আসে সে ঘটনা।


ঘটনাই দিন, ঘটনাই রাত
সব ঘটনার চারপাশে লোক
কেউ এটা জানে, কেউ ওটা জানে
সেগুলো হয় না সংবাদে যোগ।


একবার হয়ে গেলে সংবাদ
সেই সংবাদ ছুটতেই থাকে
এ কোণ সে কোণ, সব কোণে কোণে
সেই সংবাদ দিন ঢেকে রাখে।


কেউ যদি হয় খুব বিখ্যাত
সহজেই সে তো হয় সংবাদ
নতূন নতূন পথ খুলে যায়
আর খুলে যায় তারই বরাত।


খ্যাতি না পেয়েও হয় তো খবর।
যদি হয়ে যায় বিশিষ্ট সং
তেমন আশায় ডুবতে চাও কি!
নাকি আশা করো সাধারণ রঙ।


সব্বাই হতে চাইলে খবর
সংবাদ হয়ে যাবেই অসার
তার থেকে ভালো পড়া সংবাদ
নেওয়া আনন্দ, পড়ে বারবার।