কারণরহিত, জানবে না কেউ
তোমাকেই দেব সম্বর্ধনা
জানব শুধুই তুমি আর আমি
এটা যে তোমার আমার ঘটনা।


বেশী আলো নয়, নয় কোনো ফুল
জ্বলবে কেবল একটি প্রদীপ
তার আবছায়া থাকবে সাক্ষী
কিছু মৃদু আলো করবে জরিপ।


আমি আহ্বান করেছি তোমায়
তুমিও দিয়েছ সেই ডাকে সাড়া
দিনটি শুভ কি অশুভ জানিনা
জানি বিবেকের প্রবাহিত ধারা।


কোলাহলহীন সম্বর্ধনা
নিহিত আলোয় চোখের দৃষ্টি
উদ্বেল হাওয়া দুজনের মাঝে
নির্ভরতার করেছে সৃষ্টি।


সম্বর্ধনা দিচ্ছি তো আমি
তাই কি তোমার আজ আনন্দ!
তোমার খুশীতে আমি মাতোয়ারা
দুই ভাবনায় ভরেছে ছন্দ।

আজকের এই সম্বর্ধনা
হবে কি তেমন আর কোনোদিন!
হোক বা না হোক, ভাবছি না আমি
স্মৃতির মাঝেতে থাক এই দিন।