//সংসার//


সংসারে দরকার
নুন চিনি তেল ডাল
আরও কত দ্রব্য
তার সাথে জঞ্জাল।


জঞ্জাল যত বেশী
সংসার তত দামী
আর কাজ যত কম
হয়ে যায় তত নামি।


বাজারে যা আছে, তাই
সংসারে সব চাই
ছোট বড় মাঝারিতে
কিনে কিনে রাখি তাই।


যে জিনিস নেই, সেটা
ভীষণ জরুরী হয়
যেই আসে সংসারে
উপযোগ কমে যায়।


সংসারে প্রতিদিন
কত কত আলোচনা
তার থেকে হয় বেশী
তর্কের আনাগোনা।


সংসার শুরু হয়
দুটি প্রাণ এক হয়ে
শুরুর ভাবনাগুলো
আগে যায় হারিয়ে।


সংসার চায় সুখ
সুখ ছাড়া কিছু নয়
সবই সংসারে কেন
দুঃখের ছায়া ছায়!


কত কত খেলা হয়
সংসারে রোজ রোজ
কোনো খেলা সারাবেলা
খেলে খেলে বাড়ে ঝোঁক।


সংসারে থাকলেই
হতে হবে সংসারি
তা না হলে, ভবঘুরে
ঠিকানার সাথে আড়ি।


যে বুঝেছে, সেই জানে
সংসারে কত সার
এখনো বোঝেনি যাঁরা
বুঝবেই একবার।


যে সাজতে চায় সং
সে তো সাজতেই পারে
সংসারে অধিকার
আছে সকলের তরে।


সুবীর সেনগুপ্ত