অভিনব অভিনয়
ভরা আছে ছলনায়
কে নায়ক কে নায়িকা
কখনো তো জানা যায়|


অভিনয় চলছেই
থামবে না, চলবেই
সুমধুর সংলাপে
অভিনয় বাড়বেই|


মহড়া ছাড়া নাটক
আছে বারোমাসে ভরা
রূপায়ণে সব লোক
কেউ নয় দিশাহারা|


স্বাভাবিক অভিনয়ে
অভিনেতা আছে ছেয়ে
মনে ভাজে সংলাপ
বলে ফেলে হাসি নিয়ে|


অভিনয় বাড়ে কমে
সব স্টেজে ধরাধামে
কখনো বা টেলিফোনে
অভিনয় যায় জমে|


অভিনয় করে করে
আসল গিয়েছে মরে
মিথ্যের ঝুড়িগুলো
চারপাশে শুধু ঘোরে|


জীবনটা অভিনয়
সবাই বলে তো তাই
অভিনয় করে করে
ক্লান্তিতে ডুবে যাই|


অভিনয় থামবে কি
থামার কারণ নেই
যতদিন আছে প্রাণ
অভিনয় হাসবেই|


অভিনয় না করে কি
চলবে না এ জীবন!
জনতা জবাব দেবে
জবাবের কি ধরণ!


প্রতিদিন অভিনয়
সবাই তো কিছু করে
কেন করে সেই জানে
লাভ কি এতেই বাড়ে!


অভিনয় করে যদি
অপরের ভালো হয়
তবে তো করাই ভালো
কিছু কিছু অভিনয়|


আর যদি অভিনয়
ধোঁকা দিতে কাজে লাগে
তখন তো প্রতিবাদ
করার প্রশ্ন জাগে|


যাত্রা নাটক হলে
অভিনয়ে অভিনেতা
সংসারে অভিনয়
করা কি উচিত, সেটা!


সংসারে নয় অভিনয়