কিছু সংশয়, কেন থাকবে না জীবনে
চেয়ে পাওয়া নয়, নিজে এসে যায়
এসে, ঘটনার সাথে জুড়ে যায়
থাকতেও চায় স্থায়ী হয়ে এই মননে|


একবার যদি করে নিতে পারে, মনে স্থান
স্থায়ী হয়ে যাবে, সন্দেহ নেই
উৎসাহ দেবে, শুধু মনকেই
চাইবেও নিতে, প্রতি ঘটনার ঘ্রাণ|


সংশয় কেন ঢুকতে চায়, এই শরীরে!
ঢুকবে না কেন! সেও বাসা চায়
তৃপ্তি পায় না, একটা বাসায়
খোঁজে আরও বাসা, এখানে ওখানে ঘুরে|


যাঁর মনে, বসে গেছে স্থায়ী হয়ে সংশয়
বিনা প্রয়োজনে, সে তো সাবধান
ভয় তাঁর মনে, গড়েছে বাগান
সেই বাগানের, ফল করে যায় নিত্য দান|


জন্মের পর, থাকে না তো মনে সংশয়
এখানে ওখানে হচ্ছে পালন
পরিবেশ অনুযায়ী গড়ে মন
তখনি শিশুর, মনে ঢুকে পরে সংশয়|


শুরু না করেই কাজ, সংশয় এলো
চলেই আসবে, সেই কাজে বাধা
আরও সংশয়, চোখে লাগে ধাঁধাঁ
হয়ে কি যাবে না, সব কিছু এলোমেলো!


রাশি রাশি আলো তপনের, কীসে সংশয়!
অহরহ হাওয়া, চাইতে হয় না
সবুজ প্রকৃতি, গড়তে হয় না
বেঁচে থাকবার সাধন আছেই, কেন ভয়!


নিঃসংশয়ে, ঢুকতে হবেই কর্মে
বাধা বিপত্তি, এ তো সাধারণ
বুঝতেই হবে, তাদের ধরণ
করতেও হবে মুকাবিলা, নির্ভয়ে|


সংশয় নিয়ে বাঁচা মানে, মৃতপ্রায়
জীবন একটা, তাও অস্থায়ী
চলবেই শুধু, মন অনুযায়ী
সংশয় নিয়ে চলা, কেন হবে অভিপ্রায়!


সংশয়