সংস্কারের মধ্যে আমি
অত্যাচারের গন্ধ পাই
মানতে গেলে মন মানেনা
আমার সাথে কেউ কি নেই!


নিয়ম, বারন, ভয়ের বাঁধন
সংস্কারের আসল ধন
এ ধন নিয়েই চলা-ফেরা
সংস্কারেই চলছে ক্ষণ|


সংস্কার নয় ঘন অরণ্য
যা প্রকৃতির অমূল্য দান
সংস্কারকে গড়ছি আমরা
আপন করছি, দিচ্ছি মান|


আবির্ভাবের দিনে জীবন
ছিলই নাকি সংস্কার!
কি বললে ভাই, আমি বোকা
আমার ভাবনা সব অসার!


সংস্কারের অনেক নিয়ম
কেউ কি করি এর বিরোধ!
কি এর ব্যাখ্যা, কি বিশ্লেষণ!
পাই না খুঁজে কোথাও বোধ|


সমাজ বড় কঠিন জায়গা
সংখ্যা গড়িষ্টতার মান  
সবাই মানছে, মানতে হবে
তাই গড়েছে লোক বিধান|


ভক্তি, শ্রদ্ধা, ধর্ম, আচার
হয়েই গেছে আজ প্রধান
সংস্কারের জড়িয়ে গিয়ে
পাচ্ছি কি আনন্দ তান!


ভক্তি, শ্রদ্ধা, ধর্ম, আচার
থাকবে না, তা বলছি না
এ সব থেকে কেনই যে ভয়
কি তার কারণ! জানছি না|


পুজো, নামাজ, আর প্রার্থনা
সব কি মনের প্রকাশ নয়!
থাকুক সবই, নেই আপত্তি
সংস্কার নয় নিয়েই ভয়|