সংস্কারের মূল আছে নাকি!
          ।।সুবীর সেনগুপ্ত।।


সংস্কারকে জানাতে হয় না
অজান্তে সব হয়ে যায় জানা
যারা ভালবাসে সংস্কারকে
তারা শিখে যায়, বলতে হয় না


শালীনতা ঘিরে যে সংস্কার
সেগুলো শেখানো হয় বারবার
মেনেও তো নেয় প্রায় সব্বাই
সংস্কারেই চলে সংসার।


যে সংস্কার, মনে আনে ভয়
বাড়াতেই থাকে শুধু সংশয়
দ্বিধাগ্রস্ত হয়ে যায় মন
এতে কি কর্মে ফল পাওয়া যায়!


এটা না করলে, ওটা তো হবেনা
ওটা করলেই, এটা হয়ে যাবে
যদি আমি চাই, জানতে কারণ
অযথা বাহানা শুনে যেতে হবে


সংস্কারের কত যে স্বরূপ
স্থির কিছু নেই, বদলায় রূপ
এক এক জনের এক এক ব্যাখ্যা
যারা অনুচারী, তাই শুনে চুপ।


সংস্কার যে মানতে চায় না
জোর করে কেউ মানাতে চায়না
তার কেন রাগ! সেটাও প্রশ্ন
আছে কি কারণ, দেখাই যাক না।


সংস্কার কি নয় এক নেশা!
কিছু লোক একে করেছেও পেশা
তাদের প্রচারে, পড়ছে মানুষ
রাগের কারণ প্রচারেই মেশা।


সংস্কারের বিরোধী তো নই
বাড়াবাড়ি হোক, সেটাই না চাই
প্রত্যেক কাজে এটাকে জড়ালে
সংশয় এসে যাবে তো কাজেই।


সংস্কার তো আচার বিচার
পালন করলে, খুলবে কি দ্বার!
প্রমান চাইলে, রেগে যাও কেন!
কি দোষে করবে আমার বিচার!


সংস্কারের মূল যে কোথায়!
নানান ধর্মে, নানা রীতি হয়
ভিন্ন ভিন্ন দেশে বদলায়
তবে বিশ্বাসে, গাঁথা হয়ে যায়।


বিশ্বাস কোনো কারণ মানে না
আচার-বিচার তাই তো থামে না
এও নিশ্চিত, চলতে থাকবে
বিশ্বাসে বাধা দেওয়াও যায় না।