//সংখ্যাতত্ব//


সৃষ্টি হয়নি প্রথমেই পঞ্চম
প্রথমে সৃষ্টি হয়েছে প্রথম
হয়নি কোথাও অনিয়ম।


বানিয়ে নিয়েছে, মানুষ সংখ্যাগুলোকে
এক থেকে নয়, সাজিয়েছে পাশে রেখে।


খ্রীষ্টপূর্ব ছয় শতাব্দী
কার খোঁজ আজ, যায় ওই অব্ধি!
যা পেয়েছি সব, ইতিহাস ঘেঁটে
কে যে সাজিয়েছে, সংখ্যাকে ঘটে!
দুই নাম, সে তো আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত...
এক থেকে নয়, সাজানো তো হলো
সংখ্যার জানা, তাতে কি থামলো!
আরো খোঁজ, আরো খোঁজও চললো
আর তারই ফলে, শূন্য গড়লো
ওই দুই মনে, রইলো না কিছু সুপ্ত।


সৃষ্টি না হলে সংখ্যাতত্ব
অর্থনীতির গঠন কি হতো!
কি ভাবেই হতো, শত লেনদেন সম্ভারে!
এক দুই তিন, খুব দরকার
প্রথম দ্বিতীয়, নয় তো অসার
অর্থনীতিতে সংখ্যাতত্ব দরকারে।


জীবনের প্রতি পদেই সংখ্যা
সংখ্যাবিহীন হলেই শংকা
সংখ্যাতে এই জীবন পূর্ণ
সংখ্যা দিয়েই জীবন ধন্য।


সুবীর সেনগুপ্ত
b