সম্মানে সমতার প্রয়োজন।
।।সুবীর সেনগুপ্ত।।


মান সন্মান, যেমন তোমার
তেমনিই হবে সব মানুষের
তফাতের কোনো, প্রশ্ন আছে কি!
নিশ্চিত নেই, অরাজী হবে কি!


মান আর সন্মান, দুটো কথা
দুটোর অর্থ, আলাদা কি নয়!
সন্মান হবে, ভেদাভেদহীন
'মান'কে কমানো বাড়ানোই যায়।


একসাথে, ব্যবহার করে করে
মান-সম্মান বলা হয়ে থাকে
আসল ব্যাখ্যা, শুধু সম্মানে
সন্মান, অধিকার ঘিরে রাখে


মান দুই স্তরে, সকলেরই জানা
সুখ্যাতি মান, কুখ্যাতি মান
উভয়ের সাথে জোড়া আছে কাজ
সু-কাজ কু-কাজ, নিয়ে অভিযান।


সন্মান নয়, মান এর মতন
এক রূপে, সন্মান সকলের
কম বেশী, করলেই হবে পাপ
না দিলেই হবে, অসম্মানের।


কেউ মানী হয়, আর কেউ হয় না
কাজের থেকেই, মান হয় আয়
যে যেমন করে, মানও তেমন
মান কম হলে, কী বা এসে যায়!


মান কম হলে, কোথায় চিন্তা!
সন্মান কম, যাবে নাকি মানা!
সকলেই পাবে, সম সন্মান
মানতেই হবে, এটা একটানা।


সন্মান দিলে, বাড়ে সন্মান
এটা প্রযোজ্য, সবার উপর
সন্মান দেওয়া, অভ্যেস হলে
বাড়তেই থাকে, জীবনের দর