অলক্ষে সন্ত্রাস, হোক যত খুশী হোক
কেবল শান্তি থাক লক্ষে
পূর্ণ নীদ্রা শেষে, চোখ রেখে সংবাদে
ক্ষণিকের আহা উহু বক্ষে।


সন্ত্রাস হচ্ছেই, প্রতিদিন প্রতিক্ষণ
হয়ত বা নেই দৃষ্টিতে
জানাও কি যায় নাকি, সব সন্ত্রাস
যে জড়ায়, থাকে তার পাতে।


সন্ত্রাস থাকবেই, এ কথা কি বলবে!
কিন্তু তা আছে এই ভূবনে
কে গড়ছে সন্ত্রাস, কেনই বা গড়ছে!
কারণ তো ভরা তার মনে।


অমূলক সন্ত্রাস, কখনো এ মন ঢাকে
খবর হয় না এই সন্ত্রাস।
আড়ালেই কাজ করে, মনের ভিতর ঘোরে
অকারণ ভয় গড়ে ত্রাস।


বসে গেলে একবার, কোনো মনে সন্ত্রাস
সেই মনে বিশ্বাস মুছে যায়
সন্ত্রাস পলে পলে, মনকে জাগিয়ে তোলে
সর্ব কর্মে সন্ত্রাস দায়।


সন্ত্রাস দূরে থাক, চোখের আড়ালে থাক
এই কামনাই হলো মুখ্য
কি করে তা সম্ভব, যতই করি না রব
সন্ত্রাস বহে আনে দুঃখ।