মা এনেছে এই পৃথিবীর দ্বারে
কে খুলেছে দ্বার ঢুকতে সদরে!
পরিচয় নিয়ে আমি কি এসেছি!
আগন্তুক কি এই পরিসরে!


আগন্তুক, তাও খুলেছে তো দ্বার
এক পরিচিতি হয়েছে আমার
এখন আমিও এক সদস্য
বুঝতে পেরেছি জীবনের ভার|


সকলেই আসে, হয়ে আগন্তুক
দ্বার খুলে যায়, নেই ভুলচুক
সদস্য হওয়া, এ যেন নিয়ম
উদার পৃথিবী, পেতে আছে বুক|


কে আসে নিজে! মা বহন করে
আনার পরিশ্রম সহন করে
সব প্রাণ তবে, মায়ের কি দান!
নিশ্চয়ই তাই, মা ভগবান|


সদস্য, একবার হয়ে গেলে
খারিজ হয় না, কারো কোনো কালে
সদস্যতার হয়ে যায় ইতি
যদি প্রাণ যায়, অজানার কোলে|


পৃথিবী পৃষ্ঠে অগুণিত দ্বার
মা অসংখ্য, বহে চলে ভার
পৃথিবীতে প্রাণ বিরাজ বহাল
আগমন, নিগমনেরই জাল|


মা নিয়ে এসেছে, প্রত্যেক প্রাণ
কে এনেছে মা'কে! ভাবনায় বান
এক মা এনেছে, আর এক মা'কে
কি চমৎকার, এই অভিযান!


এতই গোছানো কার্যপ্রণালী
পৃথিবী পৃষ্ঠ হবে না তো খালি
সর্বপ্রথম কোন মা যে ছিল!
তারই অবদানে জীবন প্রণালী|