//সরল হলেই জীবন সহজ//


সরল রেখা কি সরল থাকবে!
লম্বা হলে কি রেখা বেঁকে যাবে!
এই ভূবন নেই সরল রেখায়
জীবন কি তাই এঁকে বেঁকে যায়!


সোজা সোজা কিছু কিছু রেখা গড়ে
রেখে দিই যদি জীবনের ঘরে!
তবে কি জীবন হয়ে যাবে সোজা!
জানিনা, কিন্তু ভাবনাতে মজা।


সরল থাকার প্রয়াস যে কেন!
জীবন কঠিন মানা হয় কেন!
সরল হলেই জীবন সহজ
তাই তো সরল থাকার গরজ।


জীবনের সূচনাতে থাকে হাসি
অনাবিল অনুপম রাশি রাশি
সেই হাসি ছিল, আছে ও থাকবে
আবরণ দিলে হাসি ঢেকে যাবে।


কেউ শেখায়না আবরণ দিতে
আবরণগুলো টেনে আনি পাতে
সকলেই জানি আবরণে বাধা
তাও খুঁজে যাই আবরণে রাধা।


অজ্ঞের মতো কাজ করে করে
কাজে অসিদ্ধি আনি বারেবারে
সরল রেখাকে করে ফেলি বাঁকা
থেমে যায় সব ভাগ্যের চাকা।


ধরণী চক্র, আমি কি করব!
আমি তো সরলরেখাতে চলব
বাঁকা পথে কাজ করা অজ্ঞতা
চলি সোজা পথে উঁচু করে মাথা।


সুবীর সেনগুপ্ত