এই মুহূর্তে, এই মন পরিতৃপ্ত
পরমুহূর্তে আসবে কি নিরানন্দ!
আসতেই পারে, আসেও, সবাই জানে
আর এসে কাটে, এ মনের সব ছন্দ|


কেউ চায় নাকি, আসুক নিরানন্দ!
নিরাশার স্থান, রাখেনি কোথাও কেউ
নিরানন্দ কি এতই ক্ষমতাশালী!
আসবে, তুলবে বিষণ্ণতার ঢেউ|


কি ভাবে আসবে, এই মনে পরিতৃপ্তি!
'কারণ জানিনা', সেটা আমি বলছি না
কিন্তু আমি তো ভাবছি না এই নিয়ে
কারণটাকে তো গুরুত্বে রাখছি না|


তোমার তৃপ্তি, আমার তৃপ্তি নয়
আমার তৃপ্তি, তোমার কাছে নিরর্থ
তৃপ্তির পরিভাষাই ভিন্ন ভিন্ন
তাই তৃপ্তির, নেই যথার্থ অর্থ|


তৃপ্তিকে পাওয়া, সবার একটা কাজ
আসলে এটাই, প্রবল অভিলাষ
আনা হয়, কোনো কারণে সফল হয়ে
আনার পরেই, হারায় যে বিশ্বাস|


কেউ না চাইলে, তৃপ্তি কি করে আসবে!
এমনি এমনি, তৃপ্তি আসতে পারে না
একটা কারণে, একবার আসে তৃপ্তি
এক সন্তোষে, মানুষ খুশী যে হয় না|


এই মুহূর্তে, এসেছে একটা তৃপ্তি
অন্য তৃপ্তি, পাওয়ার জন্য উদগ্রীব
আর এক কারণ, সফল করতে ব্যস্ত
অতি বিচিত্র, মানুষ একটা জীব|


নিরানন্দকে, মানতে পারিনা সহজে
আমরাই আনি, নিরানন্দকে জীবনে
আমরা কি নই, নিশ্চিত বকধার্মিক!
কৈফিয়ত আর, ব্যাখ্যাকে আনি সামনে|


বুঝতে চাই না, তৃপ্তি কারণে নয়
কারণে আসলে, সেটা হয় অতিরিক্ত
নিরানন্দকে, রাখতেই হবে দূরে
সেটা হবে, পেলে সরলমনকে নিত্য|


যে কারণে পাই, আমি তৃপ্তির স্বাদ
সেই কারণে কি, সবার তৃপ্তি আসবে!
বিবিধ কারণে, তৃপ্তির আগমন
কারণ-রহিত, প্রস্থান হয়ে যাবে|


আমি না চাইলে, তৃপ্তি কি করে যাবে!
নিজ ইচ্ছাতে, তৃপ্তি যেতেই পারেনা
তৃপ্তিকে ধরে, করতেই হবে বন্দী
তৃপ্তি থাকবে, এর অন্যথা হবে না|


সরল মনেই নিরন্তর তৃপ্তি