সততার রূপ
||সুবীর সেনগুপ্ত||


সততার রূপ, দেখতে চাওয়ার কল্পনা
রূপ পাই না তো, পাই বাস্তবে আল্পনা|


সততার রূপ, হবে নাকি তাই ভাবছি!
হবেনাই কেন! এটা সংশয়ে আনছি|


সততার রূপ, দেখার প্রয়াস নয় ভুল
এই ধারণাতে, আমি হয়ে আছি মশগুল|


সততার রূপ দেখা গেছে নাকি! জানি না
দেখতে চাওয়া কি হবে অন্যায়, মানি না|


সৎ লোক আমি, জীবনে কিছু তো দেখেছি  
তারাই কি হবে সততার রূপ, মেপেছি|


সততার রূপ তাঁরা যে হয় না, বুঝেছি
আমার ধারণা ভুল ছিল, সেটা মেনেছি|


ইচ্ছা থাকলে সৎ হওয়া যায়, জানি তো
অসৎ কাজকে ধরে ফেলা যায়, সত্য|


সৎ অসৎ এর মধ্যে, কতটা অন্তর!
এর ধারণাতে, যাওয়াটাই হলো গড়বড়|


সততার রূপ, কেন খুঁজে যাই, কি কারণ!
যে কারণ ভাবি উচিত, হয় তা অকিঞ্চন|


'সততার রূপ', শুধু কি কবিতা লিখতে!
হয়ত সেটাই ঠিক, তাই চাই থামতে|


সৎ অসৎ আছে, নেই সততার রূপ
এটাই তো ঠিক, কেন হবো আমি চুপ!