সত্যতা বেশ ঢাকতে শিখেছি
কি দিয়ে ঢাকব, বুঝতে পেরেছি
শেখার পরেই অবাক হয়েছি|
কেন এতদিন শিখতে চাইনি এ কাজ|
সত্যকে ঢেকে মিথ্যে পেয়েছি
মিথ্যেকে ধরে এগিয়ে চলেছি
ঢাকাঢাকি নেই, সহজ হয়েছি
খুলতে পেরেছি লাভের অজানা ভাজ|


অনেক দেখেছি সত্য এবং মিথ্যে
সত্যই এসে, ঢুকে যেত এই চিত্তে
সত্যকে নিয়ে, ঘাটা পড়ে যেত বিত্তে
তখন ভেবেছি, সত্যের সাথে চলা নয়|
সত্যকে ঢেকে ফেলতেই হবে
তবেই মিথ্যে আসতে পারবে
লাভের অংক সমানে বাড়বে
সঠিক হয়েছে, আমার এই যে নির্ণয়|


সত্য মিথ্যে, দুটোই তো এক পাতে
যে পারে বুজতে, দুটো নিয়ে থাকে মেতে
সরল যে মন, শুধু সত্যের সাথে
সামনে এগিয়ে কারো লাভ কারো ক্ষতি|
যার ক্ষতি, তার মাথাতেই হাত
সে তো ভাববেই, কেন এ বরাত!
বুঝতেও পারে, সত্যেই কাত
বুঝেও পারেনা, পাল্টাতে মতিগতি|


জীবনে সত্য কখনো ঢাকতে হয়
সে সব ঢাকাতে, নেই কোনো অন্যায়
সব সত্যকে, মেনে কেন নেব ক্ষয়!
তাই তো চাইছে, সত্য ঢাকতে আমার মন|
সত্যকে ঢাকা ঠিক কাজ, নাকি ভুল!
যে যাই বলুক, এই কাজ হলো ভুল
তবুও ঢাকছি, বাঁচাতে হবে যে কূল
যদিও এ মনে মিথ্যের চাপ আমরণ|


কখনো তো ভাবি, সত্যকে কেন ঢাকি!
কাজ করে যাই, ভাবনাকে দিই ফাঁকি
পরে অনুতাপ, তাতেও তো ভুগে থাকি
দিন চলে যায়, কভু কভু হয় বাধার সম্মুখীন
পণ করি, আর ভুল কাজ করা নয়
কিছুদিন এই, পণ ধরে দিন যায়
তারপরে লোভ মনটাকে করে জয়
সত্যের সাথে, থাকা হয়ে যায় খুব কঠিন|  



সত্য ঢাকার কেন প্রয়োজন!