কত শত শত পথ হেঁটে হেঁটে
সত্য কোথায়, তাই তো খুঁজেছি
পথে পথে শুধু মিথ্যেকে দেখে
বারবার হতাশাকেই পেয়েছি|


সত্য কি নেই কোনো এক স্থানে!
এত এত স্থান এই ব্রহ্মাণ্ডে!
পেয়েছি সত্য বিশাল সাগরে
পাহাড় শিখায় ঘন অরণ্যে|


লোকালয় থেকে দূরে বহুদূরে
বিরাজ করছে অমোঘ সত্য
সকলের অধিকার এই সত্যে
কেন নয় সোচ্চার এই দাবীতে!


অনেক সত্য জড়ো করে করে
রমনীয় এই ভুবন গড়েছে
নৈসর্গকে অবহেলা করে
মানুষ আধুনিকতায় ভুগছে|


'সত্য' শব্দ নিয়ে কেন ভাবি!
দেয় নাকি এই শব্দ শান্তি!
যত লোক, তত মত, বিবেচনা
সে-সব ভাবলে শুধুই ভ্রান্তি|


নয় রাজষিক, নয় তামসিক
প্রতি জীবনের মূল্য সমান
সত্যকে ধরে চললে, জীবনে
সকলের মান হবেই প্রমাণ|


প্রকৃতি সত্য, এতে নেই ভুল
মানুষ সত্য, তাও নির্ভুল
মানুষের ব্যবহারেই মিথ্যে
সম্প্রসারিত দ্বন্দ্বের কূল|


জন্ম সত্য, মরণও তাই
মানুষের ধরা-ছোঁয়ার বাইরে
বাকী সব কিছু করতলগত
তাতে মিথ্যেকে দিচ্ছেও ভরে|


পরিচয়ে চাই খ্যাতি মর্যাদা
পেয়েও তো যাই ভাল কাজ করে
তাতে পরিতোষ হয় না তেমন
আরও খ্যাতি চাই মিথ্যেকে ধরে|


ভুল শোধরাতে মিথ্যে বলব
দোষগুলো সব করব চালান
অন্যের ক্ষতি নিয়ে ভাবব না
আমার জীবন, সেটাই প্রধান|


বয়স বাড়লে, অনুভব বেশী
স্মৃতি ধরে আনে অতীতের ভুল
সময় কোথায় সংশোধনের!
অনুশোচনার ভারে মনে ঝুল|


মিথ্যেকে সাথী করে যেটা পাই
সেটার কদর চকিতে পালায়
প্রকৃতির মতো হলেই সত্য
অপার শান্তি জীবন ভেলায়|