//সত্য মানেই ঘটনা//


সত্য যে কথাগুলো
হবে নাকি বলতে!
এ যদি জানতে পারি
চাইব তা করতে।


যে যে কথা সত্যি
এসেছে ঘটনা থেকে
ঘটনা লুকানো নেই
কী বলব রেখে ঢেকে!


ঘটনাকে নিয়ে চলা
ঘটনার কথা বলি
সত্য সরল হয়
হেসে ওঠে কথাকলি।


মিথ্যের প্রয়োজন
আছে নাকি জীবনে!
সামান্য এই জ্ঞান
কোন অর্থে সম্মানে!


ঘটনা লুকিয়ে রেখে
হয় যদি কোনো লাভ
এই কাজ করে করে
হয়েও যায় স্বভাব।


গঠন করব বলে
সত্য গঠন নয়
সত্য গড়তে থাকে
নিত্য সব সময়।


মিথ্যে কি গড়ে নাকি
কোনো ঘটনার থেকে!
মিথ্যে গড়তে হয়
স্বার্থ মাথায় রেখে।


সত্য না থাকলে
মিথ্যে কি গড়া যেত!
সত্য গঠন হয়ে
এ ভূবন ভরে যেত।


সুবীর সেনগুপ্ত