//সত্য মিথ্যা গম্ভীর পরিহাসে//


মিথ্যে
খালি মিথ্যে
মিথ্যে ঢুকেছে চিত্তে
পারছি না দূরে ঠেলতে।
সত্য
দূরে সত্য
সত্য হয়না তথ্য
তাই ঢাকা থাকে নিত্য।


সত্য মিথ্যা আকাশে
সত্য মিথ্যা বাতাসে
সত্য মিথ্যা গম্ভীর পরিহাসে...
সত্য মিথ্যা জটলায়
সত্য মিথ্যা নিরালায়
সত্য মিথ্যা সকলের নিঃশ্বাসে।


সত্য গড়বে জীবন!
এ তো কল্পনা প্রসবণ
স্বাভাবিক ভাবে মিথ্যে কোথায় ভূবনে!
ঘটনাই হয় স্বাভাবিক
সত্য জড়িয়ে নির্ভীক
জীবন কি নয় ভালো সত্যের আচরণে!


সুবীর সেনগুপ্ত