একটি রাত্রি দূরে চলে গিয়ে
একটি দিনের সূচনা
একটি কারণ ছুঁড়ে ফেলে দিয়ে
পেয়েছি নতুন ধারণা|


একটি নদীর বুকে কত জল!
নদীর বুকে তা থাকে না
একটি সাগরে জল ভরে ভরে
নদী শেষ হয়ে যায় না|


একটি পাপের অবসান করে
মন কি আসেই শাসনে!
একটি পুন্য করা হয়ে গেলে
মন কি পাপের লালনে!


একটি তারিখ কত অসহায়
পারে কি হতেই জেদী!
একটি তারিখ কখনো মামুলি
আবার কখনো বনেদী|


একটি পোশাক শরীরকে ঢাকে
পোশাকের নীচে নগ্ন
একটি শরীর অনেক ঢেকেও
হয়েও যাবেনা ভিন্ন|


একটি পাত্র নয় একমাত্র
সবার অনেক, নয় কি!
একটি পাত্র প্রিয় হয়ে যায়
বেশী ব্যবহার, হয় কি!


একটি ঘটনা প্রতি পলে পলে
কোনটাতে মন বিহ্বল!
একটি মনের মতি স্থির নয়
ঘটনা হয় না প্রাঞ্জল|


একটি খাদ্যে মিটে যায় ক্ষিধে
তবু সংখ্যায় চাই
একটি খাদ্যে সন্তোষ নেই
পরিমাণেও তো তাই|


একটি অতীতে যা জমা হয়েছে
কখনো পাল্টে যাবে না
একটি রম্য আগামীর আশা
বর্তমানের প্রেরণা|


একটি নারীর সংযোগেই তো
শিশুর জন্ম সম্ভব
একটি শিশুর জন্মের পরে
শেষ হয় না তো উদ্ভব|


একটি মনেই সব কিছু আছে
অনুভূতিটাই মুখ্য
একটি মনের সৌম্য ভাবনা
করে না জীবন রুক্ষ|


সৌম্য ভাবনা, করে না জীবন রুক্ষ|