হাত ছেড়ে চলে গেলে
শরীরের স্পর্শ থেকে মুক্তি পেতে
যে স্পর্শের জন্য একদিন তুমি ছিলে কাঙাল|
হারিয়ে গেলে আমার জীবন থেকে...
হারালে না এই শহরের জনারণ্যে...
নিশ্চিত স্থাপন করলে নিজেকে আর এক স্থানে|
আমার জন্য নিষিদ্ধ সেই স্থান|
স্পর্শ থেকে মুক্তি পেলে,
মুক্তি কি পাবে মনের স্পর্শ থেকে!
সেই স্পর্শ বিরাজ করবে
যতদিন তুমি বিদ্যমান|
জীবন যে জড়ানো রহস্যের জালে...
হয়ত ভাবোনি তুমি!
স্মৃতি বড় নিষ্ঠুর
পারবে কি সহ্য করতে অদূর ভবিষ্যতে!