//সৃজন, গঠন, সৃষ্টি//


বারণ করিনি তোমায় গড়তে
কিছু দরকারি, ও-দরকারি
মন সায় দিলে, তবেই গড়বে
নইলে গড়াও হয়ে যাবে ভারী।


অনেক পড়েছি ভাঙা-গড়া খেলা
তার মানে নয়, গড়ে ভাঙ্গ তুমি
যেমনই হোক না, গড়ে যাও তুমি
সব সৃষ্টিই হয়ে যাবে দামী।


যা কিছু গড়বে, সবই তো ভাঙবে
আজ নয় কাল, সময়ের খেলা
তা বলে গড়া তো থেমে থাকবে না
গড়া নিয়েই যে জীবনের মেলা।


হোক ছোটখাটো, গড়তেই হবে
এই কাজ করা খুব প্রয়োজন
কারণ এতে যে খুশী জুড়ে আছে
পরে ভাঙলেও, পাবে না সমন।


গড়া মানে খালি তৈরীই নয়
যে কোনো কাজকে আগে নিয়ে যাওয়া
যত আগে যাবে, তত গড়া হবে
সেই গড়া থেকে আনন্দ পাওয়া।


গড়ছে প্রভূত স্মৃতির ফলক
অনেক দালান আর ইমারত
গবেষণাগারে গড়ছে যা সব
অবাক করার মতই রশদ।


যা কিছু গড়ছি রোজ কিছু কিছু
সে তো সাধারণ পর্যায়ে পড়ে
তবুও সেগুলো অতি দরকারি
এগুলো গড়েই মন নড়েচড়ে।


গড়তেই হবে, বিকল্প নেই
জীবনের মূল লক্ষ্য যে গড়া
আনতেই হবে সৃজনের ঢেউ
গড়বে খুশীর অনাবিল ধারা।


সুবীর সেনগুপ্ত