সৃষ্টি হয়েছে সভ্যতা স্বার্থের হাত ধরে


সভ্যতা হয়েছে সৃষ্টি স্বার্থের হাত ধরে
তাই সভ্য হয়েও আমরা অসভ্য...
দয়া অনুশোচনা মানবিকতা
সাদা কাগজেই লভ্য|


সভ্যতার বড়াই করি
কার কাছে! সেটাই বড় প্রশ্ন...  
গর্ব মানুষ করে মানুষেরই কাছে
আমি তুমি সকলেই, হতে চাই রত্ন|                                  


সভ্যতা মানে যদি বাধ্যহীনতা হয়
হয় বাধাহীন সুখ আর স্বাচ্ছ্যন্দ...
তবে সেই সভ্যতা নিরর্থক
সভ্যতা কাটবেই ছন্দ|


বিবেচনা আর সিদ্ধান্ত
প্রবাহিত আমাদের রক্তে...
বুদ্ধির তুলনায় কেউ নই ছোট
জ্ঞান নেই তবু জ্ঞানী অবধারিত|


কী তাৎপর্যে, আমাদের সভ্যতা!
সভ্যতা শুধুই কি অধিকার!
অধিকার ন্যায্যই, জানি
কেন অন্যায্য বিচার!


'সভ্যতা' শব্দটা বেশ
রংচঙে সব দিনে রাতে...
সকলেই সভ্য যেমন তেমন
কি কারণে মাতে মন সভ্য অর্থে!


সভ্য তো থাকবই, অস্মিতা নিয়ে
মানুষের সাথ দেব স্বার্থে...
সভ্যতা এই বিচারেই
ভণ্ডামির আবর্তে|


কান দিয়ে শুনবো
করব না দেখার চেষ্টা...
নিয়মে রাখব না সভ্যতা
ধূর্ত সভ্য হবো মেটাতেই তেষ্টা|  


সুবীর সেনগুপ্ত