স্রষ্টা জানিনা, সৃষ্টিকে জানি
তাতেই তো পাই বৃষ্টির ধারা
পাই ঝলমল ছড়ানো তপন
মাথার উপরে অগণিত তারা।


কেউই জানেনা, আমিও জানিনা
স্রষ্টাকে নিয়ে চলে গবেষণা
বহু বছরের খোঁজা অসফল
তথাপি এ খোঁজা কভু থামবে না।


যেদিকে তাকাই, সৃষ্টির রূপ
অবাক নয়নে দেখে হই চুপ
কেন যে সৃষ্টি, কেন যে ধ্বংস
এই ক্ষণে খুশী, পরে যে বিরূপ।


স্রষ্টাকে খোঁজা, এ কঠিন কাজ
চারিদিক থেকে উঠছে আওয়াজ
কবে জানা যাবে, বলাই যায় না।
প্রতিপাদ্যই করছে বিরাজ।


অল্প দেখেছি সৃষ্টির ধারা
অনেক না দেখে, জেনে দিশাহারা
স্রষ্টা কি একজন, নাকি বহু
সবই বিশ্বাসে করে নড়াচড়া।


স্রষ্টা গড়েছে, আমরা পেয়েছি
কিংবা গড়েনি, তবুও পেয়েছি
কার দ্বায়িত্বে বিনাশের ছড়ি
তাও অজানায়, ধ্বংস মেনেছি।


সৃষ্টি ছড়িয়ে, এ তো অনন্ত
অনেক ধ্বংসে হবে কি অন্ত
প্রশ্ন জটিল, উত্তরও নেই
যতই ভাবছি, মন অশান্ত।