রক্ত চলাচলে বাধা
হারিয়ে গেল কৃষ্ণ রাধা
সেই মুহূর্তে কোথায় যেন
উঠল ডেকে একটা গাধা
এরই নাম কি জীবন!


এই জীবনে কোথায় বন!
বনের সৃষ্টি করছে মন
সব কিছুতে জট বাঁধিয়ে
খোলার চেষ্টা আমরণ
তাই কি বেঁচে থাকার পণ!


বাঁচার জন্য পণ বারবার
হচ্ছে ভেঙ্গে পণ ছারকার
কথার প্যাঁচে জড়িয়ে নিয়ে
হয়েছে পণ শুধু কারবার
এই কি রশদ বাঁচবার!


শান্তি অবনতির পথে
করছে নতিস্বীকার স্বার্থে
আশায় পেতে চাইছে খুশী
শান্তিতে নয়, শুধুই অর্থে
তবে কি প্রাণ আছেই শর্তে!


শর্ত পাল্টা, শর্ত অচল
কথার হলো অদল বদল
পেরিয়ে সময়, দুই পক্ষই
আপন করল যে যার ছল
জীবনটা কি দ্বন্দ কোলাহল!


কোলাহলে ভরছে ঘর
থাকছে সাথে কথার স্তর
নাচের প্যাঁচে জড়িয়ে শেষে
খাবার খাচ্ছে মাতাল দল
এই আমাদের স্ট্যাটাস সিম্বল।