জীবন আজকে, দেখছি না স্থায়ী
কখনো হয় নি, স্থায়ী অতীতেও
ভবিষ্যতেও, তেমন হবে না
জীবন গড়বে, হবেও উধাও|


স্থায়ী নাহলেই, হবে অস্থায়ী
সাময়িক হওয়া, অনিবার্যই
এই বিধানেই, চলছে জীবন
স্থায়ী করবার, উপায় যে নেই|


অস্থায়ী, তবু স্থায়ী মনে হয়
এই ভাবনাটা, ফোটে কর্মেই
কর্মের ধারা, দেখে মনে হয়
অজ্ঞাতে সব, ভাবছেও তাই|


অস্থায়ী, সে তো সকলের জানা
কিন্তু জীবন, ক্ষণস্থায়ী নয়
এটা ভাবা যায়, সাধারণ ভাবে
জীবন থাকবে, সীমিত সময়|


সীমিত সময়, হলেও জীবন
কি সেই, মাপকাঠি সীমিতের!
কতদিন, কে যে থাকবেই বেঁচে!
এ তো অজ্ঞাত, সব জীবনের|


স্থায়ীত্ব হোক, সবাই চাইছি
মসৃণ নয়, পাওয়ার পথটা
শান্তির সাথে, সমঝোতা করে
গড়েও তুলছি, স্থায়ী অবস্থা|


স্থায়ী অবস্থা, তবু খুশী নই
কাল যে নতুন, স্থায়ীত্ব চাই
কি স্থায়ীত্ব, আর কি যে নয়!
সময় হারায়, বুঝে উঠতেই|


কেন স্থায়ীত্ব, সবাই চাইছি!
পেতে সুখ, আর বেশী আনন্দ!
অচিরস্থায়ী, হয়ে কি জীবন
সুখ আনন্দ, হারিয়ে মন্দ!


তুমি আর আমি, যত আছে প্রাণ
সবাই অতিথি, এই পৃথিবীতে
আনন্দ আর, সুখের জন্য
লাগে পরিতোষ, এই মনটাতে|


মনটাকে স্থায়ী, করলেই সুখ
সে সুখ, বদলে যায় না পরেও
আমি আছি, সাথে মনটাও আছে
আমি নেই, এই মনও উধাও|


দুদিনের তরে, হলেও জীবন
সুখ শান্তির, আছে প্রয়োজন
স্থায়ী অস্থায়ী, ভাবনাটা ছেড়ে
সব হবে, প্রেমে ভরলেই মন|


স্থায়ী অস্থায়ী