চাইছি না সুখ যখন তখন
চাইছি, জীবন হোক সাধারণ
সাধারণের কি রূপ গড়ন!
সেটাই জানতে চাইছে এ মন।


সুখ তো আসছে নিজের মতন
হিসাব দেয় না, আসবে কখন
আসছে যখন, পাচ্ছি রতন
না আসলে কি ছন্দ পতন!


হতেই পারে ছন্দ পতন
ডুবলে তাতে, হবেই মরণ
এটাই জেনে, করেছি পণ
দুঃখ এলে, করব আপন।


মাথার উপর দিনের তপন
রোজই তো পাই, সুখের স্বপন
যেমন চলছে, চলুক জীবন
নালিশ, কেন করব বরন!


জীবন মানেই, অনেক বাঁধন
তার উপরে চাইছি সাধন
বাঁধন, সাধন, বাড়ন্ত বন
আর এই মনে হারাচ্ছে মন।


সুখের আগমন আর গমন
হয় অচানক, পাই না সমন
দুঃখের আসা,সহজ কারণ
তাই দুঃখকে করি আবাহন।


খুব বুঝেছি সুখের ধরন
একটু পেলেই করি যতন
সেই সুখ হয় সাথীর মতন
খুঁজতে হয় না যখন তখন।


আর করিনা সুখ অন্বেষণ
সুখ যে আলেয়া, বুঝেছি এখন
তবুও চলছে বেশ তো জীবন
মেনেছি, একেই বলে সাধারণ।