দিই না সময়, দুঃখকে আমি
সে তো নয় মমসাথী...
মানি না বন্ধু, সুখকেও আমি
সে যে বদলায় নীতি|


এড়ানো যায় না, সুখ দুঃখকে
পাশে চলে আছে ঠিক...
দূরে ঠেলে দিতে, পারাও যায় না
চেপে ধরে সব দিক|


ওরা চায় এসে, দখল করতে
এই অনাবিল মন...
ওরা সহজেই, প্রভাবিত করে
কর্মের আচরণ|


কেউ বলবে না, সুখ ও দুঃখ
দুই রকমের মিষ্টি...
কি করেই দেবো, সায় এ কথায়!
দুটোই ঝরায় বৃষ্টি|


স্বাভাবিকভাবে, ভিজবে তো মন
বৃষ্টি যেমনই হোক...
এক বর্ষাকে, করি আহ্বান
আর এক ভাবি জোক|


কোনোটাই নয়, স্বতঃ প্রবাহিত
নয় কোনোটাই ধন...
এই ভাবনাতে, গড়ে তুলি ছবি
ছবিতেই ডোবে মন|


সুখ দুঃখ কি, নয় এক স্থিতি!
নয় এক অনুভব!
অনুভবে এনে, তারপরে রাখা
অতীতের ঘরে সব|


চাই না দুঃখ, সেটাই তো আসে
ঘুরে ফিরে বারবার
বেশী চাই সুখ, সেই তো বিমুখ
বেশী পাওয়া হয় ভার|


সুখ নয় সুখ, দুখ নয় দুখ
দুটোই একটা ধাঁধাঁ
মন সুখী হলে, শুধু আনন্দ
দুটোই হবে না বাধা|


জীবন কি শুধু সুখের জন্য!
নাকি দুঃখের ঘরে!
জীবন শুধুই কাজের জন্য
চেয়ে দ্যাখো চরাচরে|