সুখের হাত
।।সুবীর সেনগুপ্ত।।


তুলে নিয়েছি এক হাত
নির্ভরযোগ্য! হয়ত বা তা নয়-
তাতে কিই বা আসে-যায়।
রাঙামাটির ফসল তোলায়
লাগবে কাজে...
কিংবা সহযোগে করবে অন্ত
দিনান্তে শ্রান্তি...
পশুপক্ষীর পরষ্পরের
সহায়তার মতো।
হঠাৎ নেবে ছাড়িয়ে হাত
উধাও হবে গগন পারে-
না হলে ফুঁড়ে উঠবে
অন্য এক ব্যস্ত কাছের শহরে...
বাড়িয়ে দেবে সেই হাত
তুলিয়ে নেওয়ার জন্য।